রোববার

০৯ নভেম্বর ২০২৫


২৫ কার্তিক ১৪৩২,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ১৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৩৭, ৬ ডিসেম্বর ২০২০  
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ১৩ জানুয়ারি

ছবি: ফাইল ফটো

ঢাকা(০৬ ডিসেম্বর): বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রবিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত নতুন এই দিন ধার্য করেন।

রবিবার মামলাটিতে তদন্ত প্রািতবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তুমামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন এই দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা। দেশের অভ্যন্তরে কোন একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রির্জাভের  অর্থপাচার করে বলে ধারণা।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে একটি মামলা করেন। মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

এরপর ২০১৬ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন আদালত। তারপর থেকে সিআইডির অধীনে তদন্ত চলছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়