ওয়েল ফার্গোর সঙ্গে সোফর ভিত্তিক ঋণচুক্তি করেছে ইবিএল
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (১১ সেপ্টেম্বর): সম্প্রতি ওয়েল ফার্গো ব্যাংকের কাছ থেকে সোফর ভিত্তিক বাণিজ্য ঋণ গ্রহনের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। ঋণদাতার জন্য বাংলাদেশে এটিই প্রথম সোফর ভিত্তিক লেনদেন।
ওয়েল ফার্গো সিঙ্গাপুর কাছ থেকে ইবিএল ১৮০ দিন মেয়াদী বাণিজ্য ঋণ গ্রহন করেছে। এই ক্ষেত্রে লিবরের পরিবর্তে সোফরের মার্কিন ডলার বেঞ্চমার্ক রেট কার্যকর হবে।
উল্লেখ্য, ২০২১ সালের শেষ নাগাদ লন্ডন ইন্টার ব্যাংক অফার রেটের অধিকাংশ টেনরের পাবলিকেশন শেষ হয়ে যাবে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সারাবিশ্ব এখন ক্রমান্বয়ে ঝুকিমুক্ত সুদের হারের দিকে ঝুঁকতে শুরু করেছে। লিবরের বিকল্প হিসেবে বেছে নেয়া হচ্ছে ওভারনাইট ফাইন্যান্সিয়াল রেট বা সোফর । সোফরের হিসাব নিকাশ লিবরের থেকে আলাদা এবং এটিতে কোন ক্রেডিট ঝুকির উপাংশ নেই।
ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক, হেড অব ট্রেজারী, এফই ও অফসোর ব্যাংকিং প্রধান মেহেদী জামান এ প্রসঙ্গে বলেন, ‘লিবর থেকে ঝুকিমুক্ত বেঞ্চমার্ক রেটে ট্রানজিশনের মাধ্যম সারাবিশ্বের আর্থিক বাজারে একটি নতুন অধ্যায়ের সুচনা হয়েছে। বিকল্প রেফারেন্স রেটের যুগে প্রথম পদক্ষেপ নিয়ে আমরা আনন্দিত। ভবিষ্যৎ বানিজ্যক লেনদেনে লিবর থেকে ট্রানজিশনের জন্য প্রস্তুত হতে এটি আমাদের সহায়তা করবে।’
ওয়েল ফার্গো ব্যাংকের এপ্যাক দক্ষিণের ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব সিআইবি এসআইজি সান্তনু সেনগুপ্ত জানান যে, ইস্টার্ন ব্যাংকের প্রথম সোফর ভিত্তিক ঋনের অংশিদার হতে পেরে আমারা আনন্দিত। তিনি আরো বলেন যে ওয়েল ফার্গো ব্যাংক তার অংশীদারদের লিবর থেকে ট্রানজিশনে প্রস্তুত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।