লংকাবাংলা ফাইন্যান্সের সঙ্গে ইষ্টি মেডিকেলের সমঝোতা স্বাক্ষর
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: লংকাবাংলা ফাইন্যান্স লি.
ঢাকা (১১ সেপ্টেম্বর): সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লি. ও ইষ্টি মেডিকেল বাংলাদেশ লি. এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
লংকাবাংলা ফাইন্যান্স লি. এর হেড অফ কার্ডস মো. মিনহাজ উদ্দিন এবং লন্ডনের প্রখ্যাত ক্লিনিক ইষ্টি মেডিকেল বাংলাদেশ লি. এর ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মাদ ফয়সাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারিরা ইষ্টি মেডিকেল বাংলাদেশ থেকে মেডিকেল সেবা গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধা বা সর্বোচ্চ ১০ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে লংকাবাংলার হেড অফ কার্ডস সেলস খাজা ওয়াসিউল্লাহ এবং ইষ্টি মেডিকেল বাংলাদেশের ম্যানেজার ফরহাদ হোসেনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।