বিকাশ পেমেন্টে ‘সুলভ বাজার’-এ সাশ্রয়ী মূল্যে পণ্য
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: বিকাশ লি.
ঢাকা (০৬ সেপ্টেম্বর): বিকাশ অ্যাকাউন্টে বেতন পাওয়া রেনেসাঁ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্যান্ডোরা সোয়েটার্স এর শ্রমিকরা এখন থেকে ফ্যাক্টরিতে অবস্থিত ‘সুলভ বাজার’ থেকে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।
সোমবার বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গাজীপুরে অবস্থিত প্যান্ডোরা সোয়েটার্স প্রাঙ্গনে রবিবার মার্কেট ইনোভেশন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং বিকাশের যৌথ উদ্যোগে ‘সুলভ বাজার’ আউটলেটের যাত্রা শুরু হয়। একই সঙ্গে বিকাশ পেমেন্ট সেবাও উদ্বোধন করেন রেনেসাঁ গ্রুপের মানব সম্পদ, প্রশাসন এবং আইটি বিভাগের প্রধান সৈয়দা শায়লা আশরাফ, প্যান্ডোরা সোয়েটার্সের সিনিয়র জি এম (অপারেশন) এমরান আল মামুন (নিপু), বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং মার্কেট ইনোভেশন ইন্টারন্যাশনাল-এর ম্যানেজিং ডিরেক্টর মেহেদি মো. মুরাদ। এই সময় শ্রমিকরা এবং প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্যাক্টরির প্রায় দুই হাজার শ্রমিক এখন তাদের সুবিধাজনক সময়ে নিজেদের প্রয়োজনীয় বাজার-সদাই করতে পারবেন ক্যাশ টাকার ব্যবহার ছাড়াই।
বিকাশ পেমেন্টে পণ্য কেনার পাশাপাশি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে ৫ শতাংশ ক্যাশব্যাক। এই অফারের আওতায় একটি অ্যাকাউন্টে একজন ক্রেতা দিনে সর্বোচ্চ দুইবারে ২৫ টাকা এবং মাসে সর্বোচ্চ ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন।
উল্লেখ্য, শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে এ বছরের ফেব্রুয়ারিতে সর্বপ্রথম আশুলিয়ার সোনিয়া গার্মেন্টসে চালু হয় ‘সুলভ বাজার’। এ বছরের মধ্যে আরো প্রায় ১৫টি পোশাক কারখানায় সাশ্রয়ী মূল্যের ‘সুলভ বাজার’ চালু করার পরিকল্পনা রয়েছে।