পদ্মা ব্যাংকের তহবিল সংগ্রহে যুক্তরাষ্ট্রের ডেলমর্গানকে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু এবং ডেলমর্গানের প্রেসিডেন্ট নীল মরগানবেসার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন
ঢাকা (০৪ সেপ্টেম্বর): ৫ হাজার ৬০০ কোটি টাকার তহবিল সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক ডেলমর্গান অ্যান্ড কোম্পানিকে নিয়োগ করেছে পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক)।
বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে দেওয়া এক বিবৃতিতে জানা গেছে, শুক্রবার আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় দুই পক্ষ একটি (এমওইউ) স্বাক্ষর করেছে।
পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু এবং ডেলমর্গানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা নীল মরগানবেসার তাদের প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাতও উপস্থিত ছিলেন।
সম্ভাব্য তহবিলের একটি অংশ ইকুইটি মূলধন (শেয়ারহোল্ডার) এবং কিছু অংশ ডেলমর্গান চেয়েছে।
নাফিজ সারাফাত এ উদ্যোগকে বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠত্বের পরবর্তী স্তরে যাওয়ার একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, একীভূত এবং অধিগ্রহণ (এমএন্ডএ) লেনদেনের মাধ্যমে পদ্মা ব্যাংক আন্তর্জাতিক আর্থিক পরিমণ্ডলে ঢোকার সুযোগ তৈরি করেছে।
এছাড়াও, পদ্মা ব্যাংক বাংলাদেশ সরকারকে স্থানীয় ব্যাংকের সঙ্গে এমএন্ডএ লেনদেন করারও অনুরোধ করেছে বলে সারাফাত উল্লেখ করেন।
তিনি বলেন, জাতীয় সংসদে এমএন্ডএ আইন পাশের পর পদ্মা ব্যাংককে লেনদেনের কাতারে রাখার জন্য মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ডেলমর্গান অ্যান্ড কোং -এর অন্যতম ব্যবস্থাপনা পরিচালক সামির আসফ বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে বিশ্ব এখন জেনেছে। সেখানকার বিভিন্ন সুযোগ সুবিধা সত্যিই উল্লেখ করার মতো। বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দ্রুত বর্ধিত আর্থিক খাতের সুযোগ বিশেষ ভাবে উল্লেখযোগ্য।’
১৫০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন এবং ৩০০ বিলিয়ন ডলারের বেশি সফলভাবে লেনদেন সম্পন্ন করা ডেলমর্গান বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান, সরকার এবং ব্যক্তিদের বিশ্বমানের আর্থিক পরামর্শ এবং সহায়তা দিয়ে থাকে।