ব্রিকস এনডিবির সদস্যপদ পেয়েছে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: নিউ ডেভলপমন্টে ব্যাংকের লোগো
ঢাকা (০২ সেপ্টেম্বর): পাঁচ জাতির নতুন সংগঠন ব্রিকসের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা) নিউ ডেভলপমন্টে ব্যাংকের (এনডিবি) সদস্যপদ পেয়েছে বাংলাদেশ। ২০১৫ সালে ব্রিকস এ ব্যাংক স্থাপন করেছে।
২০ আগস্ট এনডিবির বোর্ড অব গভর্নর্স এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।
এনবিডি প্রেসিডেন্ট ম্যাক্রো ট্রোজো বলেছেন,‘ বিশ্বের অন্যতম দ্রুত অর্থনৈতিক অগ্রগতির দেশ বাংলাদেশকে এনডিবিতে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বছরে আমাদের সঙ্গে যুক্ত হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক।’
২০২০ সালের শেষের দিকে সম্ভাব্য সদস্যদের সঙ্গে সফল আলাপ আলোচনার পর এনডিবি নতুন সদস্য হিসেবে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়ের অন্তর্ভুক্তির নাম ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের পরিধি সম্প্রসারিত করলো।