বুধবার

০৫ নভেম্বর ২০২৫


২১ কার্তিক ১৪৩২,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৫৯, ২৩ অক্টোবর ২০২০  
পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

ছবি: বিজনেস ইনসাইডার

 

ঢাকা(২২ অক্টোবর): খোরাকিভাতার দাবি মেনে নেওয়ায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নৌযান মালিক ও  শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ নৌযান শ্রমিক  ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম। 

এর আগে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছিলেন, নৌ শ্রমিকরা যে দাবি করেছেন, এরমধ্যে মূল দাবি হচ্ছে খোরাকি ভাতা। এটা অবশ্যই তাদের ন্যায্য দাবি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গত এক বছরে তারা দুবার এই ধরনের ধর্মঘটে গেছেন।  আমরা আলোচনা করে আজই এটার একটা সমাধান করবো।   

এর আগে গত সোমবার খোরাকি ভাতাসহ ১১ দফা দাবিতে শ্রমিক ধর্মঘটে সারাদেশের নৌপথে পণ্য পরিবহনে অচলাবস্থা সৃষ্টি হয়। এতে সমুদ্রবন্দর গুলোতে খালাস কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ঘাটে ঘাটে পণ্য নিয়ে অলস বসেছিল লাইটার জাহাজ।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়