শপিংমল, দোকানপাট খুলল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
খুলেছে শপিংমল, দোকানপাট। ফাইল ছবি
ঢাকা (২৫ এপ্রিল): লকডাউনের মাঝেই আজ রবিবার থেকে খুলল দেশের সব শপিংমল, দোকানপাটসহ, সব ধরনের মার্কেট। স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশ কিছু শর্তে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেনাকাটার জন্য মার্কেট খোলা রাখা যাবে আজ থেকে।
এ বিষয়ে নির্দেশনা দিয়ে গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আজ থেকে তা কার্যকর হচ্ছে।
উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এ নির্দেশনা জারি করা হল।
ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের দাবি ছিল দোকানপাট খুলে দেওয়ার, যা সরকার জীবন-জীবিকা ও অন্যান্য পেক্ষাপটে মেনে নেয়। তবে বিশেষজ্ঞদের শঙ্কা, এতে করে করোনাভাইরাসের সংক্রমণ আরও বিস্তার করতে পারে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ বিষয়ে জানিয়েছেন, আশা করছি রবিবার সকাল থেকে দোকানপাট, মার্কেট, শপিং মল খুলে দেওয়া হবে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার বিষয়ে মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। মার্কেট কমিটিও এ বিষয়ে পদক্ষেপ ও প্রস্তুতি গ্রহণ করেছে।
এর পূর্বে, প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ২২ এপ্রিল থেকে মার্কেট, দোকান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।
প্রসঙ্গত, ‘সর্বাত্মক লকডাউন’ আগামী ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে। করোনাভাইরাসের সংক্রমণ দেশে প্রথম ধরা পড়ে ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় করোনায়।






















