১১ কোটি টাকা প্রণোদনা পাচ্ছেন ২২ হাসপাতালের ২৬৭৯ নার্স
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবায় নিয়োজিত নার্স। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (২১ এপ্রিল): করোনাভাইরাসের মহামারিতে আক্রান্ত রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবায় নিয়োজিত ২ হাজার ৬৭৯জন নার্সকে দুই মাসের মূল বেতনের সম পরিমান অর্থ প্রণোদনা দিচ্ছে সরকার। দেশের ২২টি হাসপাতালে কর্মরত এসব নার্সের মাঝে ১১ কোটি ৫ লাখ ৫০ হাজার ৩০০ টাকার মঞ্জুরি দিয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
বুধবার যুগ্মসচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় সরাসরি নিয়োজিত নার্সরা এককালীন বিশেষ সম্মানী হিসেবে এ টাকা পাবেন। তবে যারা আউটসোর্সিং হিসেবে কর্মরত তাদেরকে কোন ভাবেই এ টাকা দেওয়া যাবে না। এ অর্থ বিরতণ করে আগামী ৩০ জুনের মধ্যে অর্থ বিভাগকে জানতে বলা হয়েছে।
জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের সংশোধিত বাজেটে স্বাস্থ্য বিভাগের জন্য সম্মাানি বাবদ ১৫০ কোটি টাকার অব্যয়িত অর্থ থেকে এ টাকা বিরতণ করা হচ্ছে। ২২টি হাসপাতালের মধ্যে সবচেয়ে বেশি প্রণোদনা পাচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ৪৮৪জন নার্স। এরপর ৫০০ শয্যা বিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতালের ৪৫৭জন, শেখ রাসেল জাতীয় গ্যাস্টোলিভার হাসপাতালের ২৪৮জন, বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ২৪৮জন, কুয়েত মৈত্রি হাসপাতালের ২৬৫জন, নারায়নগঞ্জ ৫০০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড হাসপাতালে ১৮৫জন, সিলেটের শহীদ শামসুদ্দীন হাসপাতালে ১৫১ জন নার্স এ প্রণোদনা অর্থ পাচ্ছেন।
এছাড়াও ১০০ জনের নিচে নার্সরা প্রণোদনা পাচ্ছেন মুন্সিগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ২২জন, কমলাপুর জেনারেল হাসপাতালের ১৮জন, রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালের ৮৬জন, বসুন্ধরা অস্থায়ী কোভিড হাসপাতালের ১৫জন, রাজবাড়ী সদর হাসপাতালের ৩৩জন, চাদপুরের ২৫০ শয্যা সদর হাসপাতালের ৬২জন, মিরপুর মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণের ৮২জন, ঝিনাইদহের সদর হাসপাতালের ৩১জন, নওঁগা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৩১জন, বরিশাল সদর হাসপাতালের ৫৪জন, বাগেরহাটের সদর হাসপাতালের ৫০জন, খুলনা করোনা ডেভিকেটেড হাসপাতালের ১০জন, হবিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৬০জন, চট্টগ্রামের হলি ক্রিসেন্ট হাসপাতালের ২৩জন এবং মাদারীপুরে সদর ও কোভিড হাসপাতালে ৪০জন।
পরিপত্রে বলা হয়েছে, এ সম্মানী প্রাপ্তির ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে। এর মধ্যে রয়েছে,
শুধুমাত্র সরকারি নার্স এ সম্মানী পাবেন। আউটসোসিং বা অন্য কোনভাবে নিয়োজিত নার্সরা এ সম্মানী পাবেন না।
এ অর্থ প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলোর অথোরাইজেশন জারির মাধ্যমে বরাদ্দ প্রদান করতে হবে।
স্বাস্থ্য বিভাগ জুলাই ২০২০ মাসের আহরিত মূল বেতনের সম পরিমান অর্থ সম্মানী হিসেবে দেওয়া হবে। এক্ষেত্রে দুই মাসের সমপরিমান অর্থে কিছুটা হেরফের হতে পারে।
এ সম্মানী প্রদানের বিষয়টি আগামী ৩০ জুনের মধ্যে অর্থ বিভাগকে অবহিত করতে হবে।