কোভিডে ভারতের গাড়ি রপ্তানি কমেছে
বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

কোভিডে ভারতের গাড়ি রপ্তানি কমেছে। ছবি: সংগৃহীত
ঢাকা (১৯ এপ্রিল): ভারতের গাড়ি শিল্প ২০২০-২১ অর্থ বছরের দ্বিতীয়ার্ধে করোনা পরিস্থিতি তুলনামূলক ভাবে স্থিতিশীল হওয়ায় গাড়ি রপ্তানি বজায় রাখার চেষ্টা করেছে। কিন্তু সেটা ২০১৯-২০ অর্থ বছরের পর্যায়ে পৌছাতে পারেনি। খবর পিটিআই, ইকনোমিক টাইমস।
এসআইএএম’র তথ্যে দেখা গেছে ২০২০ সালে ভারতের যাত্রীবাহী যান রপ্তানি ৩৮ দশমিক ৯২ শতাংশ কমেছে।
গত অর্থবছরের প্রথম ছয় মাসে মহামারীর কারণে দেওয়া লকডাউনসহ অন্যান্য লজিস্টিক সমস্যা এবং সরবরাহ চেইনের সমস্যা গাড়ির রপ্তানিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল।
এসআইএএম’র তথ্যানুসারে, ২০২০-২১ সালে যাত্রীবাহী যান (পিভি) রপ্তানি ৩৮ দশমিক ৯২ শতাংশ হ্রাস পেয়ে ৪ লাখ ৪ হাজার ৪০০ ইউনিটে দাঁড়িয়েছে। ২০১৯-২০ সালে রপ্তানি করা গাড়ির সংখ্যা ছিল ৬ লাখ ৬২ হাজার ১৮৮ ইউনিট।
যাত্রীবাহী গাড়ি রপ্তানি গত অর্থবছরে ৪৪ দশমিক ৩২ শতাংশ কমে ২ লাখ ৬৪ হাজার ৯২৭ ইউনিটে দাঁড়িয়েছে। ২০২০ অর্থবছরের এ সংখ্যা ছিল ৪ লাখ ৭৫ হাজার ৮০১ ইউনিট।
একইভাবে, ইউটিলিটি যানবাহন রপ্তানি গত অর্থবছরে ২৪ দশমিক ৮৮ শতাংশ হ্রাস পেয়েছে, যা ২০১৯-২০ সালে রপ্তানি হয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৪৬৮ ইউনিট।
গত বছরের অর্থবছরে ভ্যানের রপ্তানিও ৪২ দশমিক ১৬ শতাংশ কমে ১ হাজার ৬৪৮ ইউনিটে এসে দাঁড়িয়েছে। ২০১৯-২০ সালে ২,৮৪৯ ইউনিট ভ্যান রপ্তানি করা হয়েছিল।
এসআইএএম’র মহাপরিচালক রাজেশ মেনন জানিয়েছেন, ‘মহামারীতে লকডাউনের কারণে ২০২১ অর্থ বছরের অর্থবছরের প্রথমার্ধে যাত্রীবাহী যানবাহনের রপ্তানি মোট ৫৮ শতাংশ হ্রাস পেয়েছে। নানাবিধ চেষ্টার কারণে অর্থবছরের দ্বিতীয়ার্ধে কিছুটা অগ্রগতি হলেও সামগ্রিকভাবে যাত্রীবাহী যানবাহন রপ্তানি ৩৯ শতাংশ হ্রাস পেয়েছে।’
গত অর্থবছরে বেশিরভাগ পিভি (প্যাসেঞ্জার ভেহিক্যালস) রফতানিকারকের রপ্তানি উল্লেখযোগ্য ভাবে কমেছে।
ভারতের শীর্ষস্থানীয় রপ্তানিকারক হুন্দাই মোটর ইন্ডিয়া ২০২০-২১ অর্থবছরে ১ লাখ ৪ হাজার ৩৪২ ইউনিট রপ্তানি করেছে। এ রপ্তানি আগের অর্থবছরের তুলনায় ৩৮ দশমিক ৫৭ শতাংশ কম।
মারুতি সুজুকি ইন্ডিয়া রপ্তানি করেছে ৯৪ হাজার ৯৩৮ ইউনিট, যা বছরের আগের বছরের তুলনায় ৫ দশমিক ৩৪ শতাংশ কম।
ফোর্ড ইন্ডিয়া একই সময়ে ৪৬ হাজার ৬৪ ইউনিট গাড়ি রপ্তানি করেছে, যা অর্থবছর ২০ এর তুলনায় ৬৪ দশমিক ৯৬ শতাংশ কম।
নিসান মোটর ইন্ডিয়া গত অর্থবছরে ৩২ হাজার ৩৯০ ইউনিট রফতানি করেছে, যা ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ৫৯ দশমিক ২৫ শতাংশ কম। ভক্স ওয়াগন ভারত পর্যালোচনাধীন সময়ে ৩১ হাজার ৮৯ ইউনিট রপ্তানি করেছে। এ পরিমাণ ২০১৯-২০ থেকে ৪৪ দশমিক ১ শতাংশ কম। এ ছাড়া জেনারেল মোটর্স ইন্ডিয়া ২৮ হাজার ৬১৯ ইউনিট রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ দশমিক ৮৪ শতাংশ কম।
তবে গত অর্থবছরে কিয়া মোটরস ইন্ডিয়া এবং হোন্ডা কার্স ইন্ডিয়ার রপ্তানি বেড়েছে।
কিয়া এ সময়ে ৪০ হাজার ৪৪০ ইউনিট রফতানি করেছে, যা ২০১৯-২০-এর তুলনায় ৮৮ দশমিক ৪৩ শতাংশের চেয়ে বেশী। একইভাবে, হোন্ডা ২০২০-২১ অর্থ বছরে ৫ হাজার ১৫১ ইউনিট গাড়ি রপ্তানি করেছে, যা ২০১৯-২০-এর তুলনায় ৩৭ দশমিক ৫৪ শতাংশ বেশি।