বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ব্যবসায়ীদের সুবিধা দিলে রাজস্ব আয় ও কর্মসংস্থান বাড়বে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২৮, ১৮ এপ্রিল ২০২১  
ব্যবসায়ীদের সুবিধা দিলে রাজস্ব আয় ও কর্মসংস্থান বাড়বে: অর্থমন্ত্রী

ছবি: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ফটো)

ঢাকা(১৮ এপ্রিল): ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা দিলে রাজস্ব আয় ও কর্মসংস্থান বাড়বে বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে ভার্চুয়ালি আয়োজিত ‘জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪১তম সভা’র প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমি মনে করি ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো দরকার। তাদের সুযোগ-সুবিধা বাড়ানো মানে দেশকে শক্তিশালী করা। এটা দেশের স্বার্থে করতে হবে। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া বাংলাদেশকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আপনারা যদি দেশকে উজাড় করে দেন, তাহলে ঠকবেন না। আপনাদের নিজের যেমন আয় বাড়বে, তেমনি দেশের কর্মসংস্থান তৈরি হবে।

সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম। এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের পরিচালনায় অনুষ্ঠানে দেশের ব্যবসায়ী, অ্যাসোসিয়েশন ও চেম্বারের সভাপতি এবং অন্যান্য নেতারা বক্তব্য দেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়