বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রমজানে মানুষের পাশে দাঁড়াতে ‘ফ্রেশ’-এর কম্বো প্যাক

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১৫, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ০৪:২৩, ১৮ এপ্রিল ২০২১
রমজানে মানুষের পাশে দাঁড়াতে  ‘ফ্রেশ’-এর কম্বো প্যাক

মানুষের পাশে দাঁড়াতে  ‘ফ্রেশ’-এর বিশেষ কম্বো প্যাক

ঢাকা (১৭ এপ্রিল): পবিত্র মাহে রমজানে আর্থিকভাবে অস্বচ্ছল ও করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ‘ফ্রেশ’ নিয়ে এসেছে বিশেষ কম্বো প্যাক। এই প্যাকের মাধ্যমে ডাল, লবণ, তেল, চিনির মতো নিত্যপ্রয়োজনীয় ৩৬৯ টাকার পণ্য কেনা যাবে ৩৩০ টাকায়।

এখন সময়টা ভালো যাচ্ছে না। করোনা মহামারি আমাদের সবার জীবনযাত্রাকেই কঠিন করে তুলেছে। মহামারিতে আমাদের দেশে কাজ হারানো মানুষের সংখ্যা কম নয়। টিকে থাকতে শহর ছেড়ে অনেকেই পাড়ি জমিয়েছেন গ্রামে। এরই মধ্যে বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান।

আমাদের জীবনে পবিত্র মাহে রমজান আসে সংযম ও সহমর্মিতার বার্তা নিয়ে। সবাইকে নিয়ে ভালো থাকার মাঝেই রমজানের প্রকৃত মহিমা। রমজানে খোলা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে না পেরে অনেকের বাড়িতেই হয়তো ইফতারের আয়োজন ঠিক মতো হচ্ছে না।

পবিত্র রমজানের মাহাত্ম্যকে ছড়িয়ে দিতে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে ’ফ্রেশ’। এই রমজানে একান্ত প্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে ফ্রেশ দিচ্ছে হ্রাসকৃত মূল্যে বিশেষ কম্বো প্যাক। এই প্যাকের মাধ্যমে আপনিও দাঁড়াতে পারেন সুবিধাবঞ্চিত মানুষদের পাশে। ডাল, লবণ, তেল, চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য ̈মানুষের মুখে হাসি ফোটাতে পারে, ছড়িয়ে দিতে পারে সৌহার্দ্য। ফ্রেশ রমজান কম্বো প্যাকে সব মিলিয়ে ৩৬৯ টাকার পণ্যকেনা যাবে ৩৩০ টাকায়।

ফ্রেশের এই বিশেষ কম্বো প্যাকটি কিনতে কল করুন ১৬৫৯৫ নম্বরে। এ ছাড়াও নির্দিষ্ট সুপারশপে এ কম্বো প্যাক পাওয়া যাবে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়