মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

পুঁজিবাজার খুলল, ব্যাংক চলবে ৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৫০, ১৫ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৪০, ১৫ এপ্রিল ২০২১
পুঁজিবাজার খুলল, ব্যাংক চলবে ৪ ঘণ্টা

পুঁজিবাজার খুলেছে, ব্যাংকে লেনদেন চলছে ৪ ঘণ্টা

ঢাকা (১৫ এপ্রিল): আজ বৃহস্পতিবার থেকে চালু হল পুঁজিবাজার। একই সঙ্গে আজ থেকে লকডাউনের মধ্যে ব্যাংকের লেনদেনমূলক কার্যক্রম চার ঘণ্টা চলা শুরু হল। 

আজ থেকে ২১ এপ্রিল পর্যন্ত  প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আড়াই ঘণ্টা লেনদেন চলবে পুঁজিবাজারে। এ সময়ে প্রি-ওপেনিং সেশন বন্ধ থাকবে। তবে ১৫ মিনিট পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে। 

এ বিষয়ে বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে বিষয়টি নিশ্চিত করেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি জানান, ব্যাংক ছাড়া পুঁজিবাজারের কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমরা চাইলেও ব্যাংক ছাড়া আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারতাম না। এখন যেহেতু ব্যাংক খোলার সিদ্ধান্ত এলো আমাদের পুঁজিবাজারের কার্যক্রমও চলবে।

এদিকে, লকডাউনে দেশের সকল ব্যাংক দৈনিক ৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত খোলা থাকবে। তবে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। 

মন্ত্রিপরিষদত থেকে দেওয়া ওই চিঠিতে উল্লেখ করা হয়, ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত  ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আদেশক্রমে অনুরোধ করা হল।

প্রসঙ্গত, ব্যাংক বন্ধের সিদ্ধান্তের পর পুঁজিবাজারও বন্ধের ঘোষণা দেয় বিএসইসি। পরে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ব্যাংক খোলা রাখার বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়ার পর ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত আসে। এরপরই পুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়। 

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়