সোমবার

১৭ নভেম্বর ২০২৫


৩ অগ্রাহায়ণ ১৪৩২,

২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্যাংক খোলা রাখতে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২০, ১৩ এপ্রিল ২০২১  
ব্যাংক খোলা রাখতে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি

বাংলাদেশ ব্যাংক (ফাইল ফটো)

ঢাকা (১৩ এপ্রিল): টানা ৮ দিনের লকডাউনে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা দিতে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত চিঠি বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত  ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আদেশক্রমে অনুরোধ করা হলো।

১৪ থেকে ২১ এপ্রিল জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস, গণপরিবহন এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রেখে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এর পরেই সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে ১৪ এপ্রিল থেকে তফশিলি ব্যাংকগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়