মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

কোভিড-১৯ হাসপাতালের জন্য জরুরী তহবিল চায় স্বাস্থ্য বিভাগ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫৪, ১৩ এপ্রিল ২০২১  
কোভিড-১৯ হাসপাতালের জন্য জরুরী তহবিল চায় স্বাস্থ্য বিভাগ

মহাখালীর এই মার্কেটেই হচ্ছে অস্থায়ী করোনা হাসপাতাল, বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (১৩ এপ্রিল): মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএনসিসি)এর তত্ত্বাবধানে নির্মিতব্য কোভিড-১৯ হাসপাতালের জন্য জরুরী তহবিল চেয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। এরইমধ্যে প্রায় ২৬ কোটি টাকা বরাদ্দ চেয়ে স্বাস্থ্য  বিভাগ অর্থ বিভাগকে চিঠি দিয়েছে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এতথ্য জানান।

ডিএনসিসি নির্মিতব্য এই হাসপাতালে শুধু করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে। কোভিড-১৯ রোগীদের জন্য দুইশ নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) এবং দেড় হাজার সাধারণ বেড থাকবে।  

জানা গেছে, রাজধানীর মহাখালী ডিএনসিসি মার্কেটে করোনা আইসোলেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে। উত্তর সিটির করপোরেশনের তত্ত্বাবধানে অস্থায়ী এই হাসপাতাল তৈরি করা হচ্ছে। এই হাসপাতাল থেকে করোনায় আক্রান্ত রোগিদের চিকিৎসা দেওয়া হবে। এজন্য করোনা ভাইরাস প্রার্দুভাব মোকাবেলা তহবিল থেকে অথবা অর্থ বিভাগের অপ্রত্যাশিত ব্যবস্থাপনা তহবিল থেকে এই অস্থায়ী হাসপাতালের জন্য ২৫ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ চেয়েছে স্বাস্থ্য বিভাগ। 

এখানে উল্লেখ্য, অর্থ বিভাগের অপ্রত্যাশিত ব্যবস্থাপনা তহবিলের আকার দুই হাজার কোটি টাকা। 

এদিকে, গেল সপ্তাহে অস্থায়ী এই করোনা হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরিদর্শনকালে তিনি বলেছিলেন, অল্প সময়ের মধ্যেই ডিএনসিসির এই হাসপাতাল দুই শতাধিক আইসিইউ বেড এবং এক হাজার নতুন বিচ্ছিন্ন শয্যা যুক্ত করা হবে। এসময় আগামি দুই সপ্তাহের মধ্যে হাসপাতালটি উদ্বোধন করা হবে বলে জানান। 

সোমবার দেশে করোনভাইরাসে ৮৩ জন মারা গেছে। গত এক সপ্তাহ ধরে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ক্রমেই বাড়ছে। সঙ্গে বাড়ছে মৃত্যু। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়