মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি ৯টা থেকে ৩টা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫৬, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ২১:৪৯, ১২ এপ্রিল ২০২১
কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি ৯টা থেকে ৩টা

কাঁচামাল ক্রয়-বিক্রয় করা যাবে সকাল ৯টা থেকে ৩টা

ঢাকা (১২ এপ্রিল): ১৪ এপ্রিল থেকে ৭ দিনের সর্বাত্মক লকডাউনে কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বেচাকেনার জন্য শর্ত ও সময় বেঁধে দেওয়া হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ বিষয়ে আদেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, “কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯:০০ থেকে বিকাল ৩:০০ পর্যন্ত উম্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে।” 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, “বাজার কর্তৃপক্ষ/স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।”

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১৪ এপ্রিল থেকে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিতসহ বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান এবং বাস, ট্রেন ও নৌযান চলাচল বন্ধ থাকবে। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়