২.৭৮ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার পর বেড়েছে আলিবাবার শেয়ারের দাম
বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: আলিবাবা গ্রুপের লোগো
ঢাকা (১২ এপ্রিল): ২ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা দেওয়ার পর চীনের টেক জায়ান্ট আলিবাবার শেয়ারের দাম বেড়েছে। খবর এএফপি।
চীন সরকারের আরোপিত জরিমানা পরিশোধের পরপরই আলিবাবা বিনিয়োগকারীদের আশ্বত করেছিল যে, সরকারের এ জরিমানা তাদের কার্যক্রমে খুব একটা প্রভাব ফেলবে না। এরপরই সোমবার হংকং শেয়ার বাজারে এর দাম ৯ শতাংশ বেড়ে গেছে।
চীনের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কয়েক মাসের তদন্ত শেষে শনিবার বাজারে আধিপত্য বজায় রাখতে বিধি লংঘনের দায়ে আলিবাবাকে ২ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করে।
কিন্তু বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সোমবার আয়োজিত এক সম্মেলনে আলিবাবা’র বোর্ড জরিমানা পরিশোধের ব্যাপারে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বলেছে, এর মাধ্যমে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অধ্যায় শেষ হয়েছে। আলিবাবার চেয়ারম্যান ড্যানিয়েল ঝাং বলেন, এ জরিমানা তাদের ব্যবসায় কোন ধরণের ‘নেতিবাচক প্রভাব’ ফেলবে না।
কোম্পানির ভাইস চেয়ারম্যান জা সাই বলেন, ‘একচেটিয়া বাজার বিরোধী আইনের অধীনে আমরা বেশ কিছু ক্ষেত্রে সুনির্দিষ্ট দিক নির্দেশনা পেয়েছি। আর আমি এক্ষেত্রে আনন্দের সঙ্গে বলতে চাই আমরা এসব সমস্যা মোকাবেলা করতে সক্ষম হয়েছি।’
সোমবার হংকং শেয়ার বাজারের লেনদেন শুরুর পর প্রথমদিকে শেয়ারের দাম একটু হ্রাসের দিকে থাকলেও সেটি পরে ৮ দশমিক ৯৯ শতাংশ বেড়ে ২৩৭ দশমিক ৬০ হংকং ডলারে (৩০ দশমিক ৫০ মার্কন ডলার) দাঁড়িয়েছে।
আলি বাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা অক্টোবরে চীনের নিয়ন্ত্রণ সংস্থার সমালোচনা করার পর থেকেই আলিবাবার বিরুদ্ধে নানা অজুহাতে তারা বিশেষ ভাবে উঠেপড়ে লেগেছিল। এরপর ডিসেম্বরে নিয়ন্ত্রণ সংস্থা আলিবাবার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে।