মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বাজেটে স্বাস্থ্য-কৃষি-গ্রামীণ অবকাঠামো উন্নয়ন গুরুত্ব পাবে: অর্থমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৪০, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ২২:০১, ১১ এপ্রিল ২০২১
বাজেটে স্বাস্থ্য-কৃষি-গ্রামীণ অবকাঠামো উন্নয়ন গুরুত্ব পাবে: অর্থমন্ত্রী 

ছবি: অনলাইন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা(১১ এপ্রিল): আগামী অর্থবছরের (২০২১-২২) বাজেটে স্বাস্থ্যখাত, কৃষিখাত ও গ্রামীণ অবকাঠামোর ওপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেন, বিশ্ব জুড়ে যে ভয়াবহ মহামারী শুরু হয়েছে, সেটা মাথায় রেখে আমাদের বাজেট তৈরি করতে হবে।

রবিবার অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে ভার্চুয়ালি অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এক প্রশ্নের জবাবে একথা জানান। 

দেশে এরইমধ্যে ঘোষিত প্রণোদনা প্যাকেজের মেয়াদ বাড়াতে ব্যবসায়ীরা বলছেন, এ নিয়ে অর্থনীতিবিদরা কোন পরামর্শ দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আমরা প্রণোদনা প্যাকেজের আওতায় সকলকে আনতে পারেনি। এছাড়া ব্যবসায়ীরাও মেয়াদ বাড়ানোর কথা বলেছেন। এই নিয়ে অর্থনীতিবিদরা আমাদের বলেছেন, প্রণোদনা প্যাকেজের মেয়াদ ও আওতা বাড়াতে। আমরা বিষয়টি সক্রিয় বিবেচনা করবো। 

কালো টাকা সাদা করা বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কালো টাকা বলে পৃথিবীতে কোন টাকা নেইা। আছে প্রদর্শিত টাকা। তিনি বলেন, যেসব কারণে অপ্রদর্শিত টাকা তৈরি হয়, সেই সোর্সগুলো বন্ধ করার বিষয়ে আমরা নজর দেবো। এছাড়া যারা ন্যায় সংগতভাবে অপ্রদর্শিত টাকা প্রদর্শিত করবেন, তাদের সে সুযোগ দেওয়া হবে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়