মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

লকডাউনে বন্ধ হবে না শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:১৯, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ০৩:৩৪, ১১ এপ্রিল ২০২১
লকডাউনে বন্ধ হবে না শেয়ারবাজার

ছবি: সংগৃহীত

ঢাকা(১০ এপ্রিল): আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সর্বাত্নক লকডাউনেও শেয়ারবাজার চলবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

শনিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংক যেহেতু খোলা, সেহেতু শেয়ারবাজারও খোলা থাকবে। এ নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। 

দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় শেয়ারবাজার বন্ধ হয়ে যেতে পারে এমন গুঞ্জন উঠেছিলো। এই কারণে শেয়ারবাজারে দরপতনও দেখা দিয়েছিলো। 

রেজাউল করিম জানান, শেয়ারবাজারের লেনদেন ব্যাংকের সঙ্গে সমন্বয় করে চলবে। বিনিয়োগকারীদের স্বার্থে এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছি। এই কারণে লকডাউনে শেয়ারবাজারের লেনদেন নিয়ে আতংকিত না হতে বিনিযোগকারীদের প্রতি অনুরোধ করছি। 

এর আগে, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ১১ নির্দেশনা দিয়ে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য কড়াকড়ি ঘোষণা করেছিল সরকার। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য লেনদেনের সময় নির্ধারণ কওে দেয়া হয় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

এর সঙ্গে সমন্বয় রেখে শেয়ারবাজারে বর্তমানে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা লেনদেন হচ্ছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে গেল বছরের ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে তখন শেয়ারবাজাওে লেনদেন বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় একটানা ৬৬ দিন লেনদেন বন্ধ ছিল শেয়ারবাজারে। দীর্ঘ ওই ছুটির পর ৩১ মে থেকে পুনরায় লেনদেন চালু হয়।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়