ব্র্যাক ব্যাংকের ‘টেন্ডারটকে’ তাসনুভা আনান
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: ব্র্যাক ব্যাংক লি.
ঢাকা (০৭ এপ্রিল): সমাজ ও কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে ব্যাংকের কর্মীদের জেন্ডার বিষয়ে সচেতনতা তৈরিতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক আয়োজন ‘টেন্ডারটকে’ এবার অতিথি হিসেবে ছিলেন তাসনুভা আনান শিশির।
মঙ্গলবার একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদপাঠক তাসনুভা আনান শিশির। অনুষ্ঠানের অংশগ্রহণকারী ব্র্যাক ব্যাংক কর্মীদের সঙ্গে তাসনুভা তার জীবনের উত্থান-পতন, বাংলাদেশের অন্যান্য ট্রান্সজেন্ডার ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অবস্থা এবং কীভাবে তাদেরকে আমরা ইতিবাচকভাবে সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করতে পারি - সে বিষয়ে কথা বলেন।
ব্যাংকের ৬৫০ জনেরও বেশি কর্মী আলোচনায় অংশ নেন। এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল জেন্ডার সংক্রান্ত বিষয়ে কর্মীদের আরও সংবেদনশীল করা।
'টেন্ডারটক' হলো ব্র্যাক ব্যাংকের এইচআর বিভাগের একটি উদ্যোগ। এখানে মানসিকতার পরিবর্তন আনার জন্য বিভিন্ন সংলাপের আয়োজন করা হয়। এইচআর টিমের পক্ষ থেকে বিভিন্ন বিশেষজ্ঞ ও উন্নয়নকর্মীদের টেন্ডারটকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিত অতিথিরা ব্যাংকের কর্মীদের সাথে তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা শেয়ার করে তাদের মননশীল ও পরিবর্তনের চিন্তা করতে উদ্বুদ্ধ করেন।