উবারের গাড়ি সেবা চালু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: উবারের লোগো
ঢাকা (০৭ এপ্রিল): রাজধানীতে গাড়ি সেবা চালু করেছে রাইড শেয়ারিং কোম্পানি উবার। সরকারের নির্দেশ পাবার পর বুধবার থেকেই এ সেবা চালু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উবারের এক মুখপাত্র তাদের সেবা চালুর বিষয়টি নিশ্চিত করে বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে জানান, সরকার এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনা মোতাবেক আমরা আমাদের উবারএক্স, প্রিমিয়ার এবং রেন্টাল সেবা চালু করেছি। আমরা মনে করি এ চ্যালেঞ্জিং সময়ে নিরাপদ এবং আস্থার সঙ্গে এ সেবা মানুষকে যাতায়াতে সহায়তা করবে।
এদিকে সোমবার লকডাউনের পর থেকেই রাইডশেয়ারিং মোটর সাইকেল চালকরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছেন।
মোটর বাইক চালকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভের কারণে বুধবারও এফডিসি, জাতীয় প্রেসক্লাব, মালিবাগ, মগবাজার ও হাতিঝিল মোড়ে যানচলাচল কিছুক্ষণ বন্ধ ছিল।
বিক্ষোভের সময় বাইক চালকরা রাজধানীতে অন্যান্য যান চলাচলের পাশাপাশি মোটর বাইকে রাইড নেওয়ার অনুমতি দেওয়ার দাবি করেন। সেই সঙ্গে তারা লকডাউনের সময় তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।