মিরপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ, মার্কেট খোলার দাবি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

মার্কেট খোলার দাবিতে মিরপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ
ঢাকা (০৬ এপ্রিল): রাজধানীর মিরপুর ১ নম্বর মোড়ে মার্কেট খুলে দেওয়ার দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন।
এর পূর্বে, ব্যবসায়ীরা ওই এলাকার বিভিন্ন সড়কে মিছিলও করেন । এ সময় মিরপুর ১ ও এর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
মিরপুর ১ নম্বর এলাকার কো-অপারেটিভ মার্কেটের ব্যবসায়ী মনির হোসেন গণমাধ্যমকে এ বিষয়ে বলেন, করোনা মহামারির বর্তমান পরিস্থিতির কারণে সরকার বিধিনিষেধ দিলেও বইমেলা, অফিস-আদালত, শিল্পকারখানা থেকে শুরু করে অনেক কিছুই খোলা রাখা হয়েছে। আমরাও আমাদের দোকান সীমিত আকারে হলেও খুলতে চাই।