ফারুক হাসান বিজিএমইএ’র সভাপতি হচ্ছেন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: ফারুক হাসান
ঢাকা (০৫ এপ্রিল): পোশাক কারখানা মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর সভাপতি হতে যাচ্ছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ সাবেক সহসভাপতি ফারুক হাসান।
রবিবার ঢাকা অঞ্চলে রাজধানীর একটি হোটেলে ও চট্টগ্রাম অঞ্চলে বিজিএমইএর নিজস্ব কার্যালয়ে সংগঠনের ২০২১-২৩ মেয়াদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩৫ পরিচালক পদের মধ্যে সম্মিলিত পরিষদের মনোনীত ফারুক হাসানের প্যানেল ২৪টি এবং ফোরাম ১১টি পদে জয়ী হয়েছে।
এ নির্বাচনে ফারুক হাসান সর্বোচ্চ ১২০৪ ভোট পেয়েছেন। নির্বাচিত পরিচালকরা ১৫ এপ্রিল ১ জন সভাপতি, ঢাকা অঞ্চল থেকে ৫ জন ও চট্টগ্রাম অঞ্চল থেকে ২ জন সহসভাপতি নির্বাচিত করবেন। সাধারণত যিনি প্যানেল লিডার হন তিনিই সভাপতি হন। সেই হিসেবে ফারুক হাসানই আগামী দুই বছরের জন্য বিজিএমইএ সভাপতি হতে যাচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন বর্তমানে দায়িত্বরত ফোরামের প্যানেল লিডার হান্নান গ্রুপের চেয়ারম্যান এবিএম সামছুদ্দীন।
বিজিএমইএর এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৩১৪ জন। এদের মধ্যে ঢাকায় ১৮৫৩ জন এবং চট্টগ্রামে ৪৬১ জন। মোট ভোট দিয়েছেন ১৯৯৬ জন। এর মধ্যে ঢাকায় ১৬০৪জন এবং চট্টগ্রামে ৩৯২জন।