সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

লকডাউনের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৫৩, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ০০:৫৭, ৫ এপ্রিল ২০২১
লকডাউনের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ঢাকা (০৪ এপ্রিল): রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করে লকডাউন বিরোধী মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে একই দাবিতে ব্যবসায়ীরা লকডাউন বিরোধী মিছিল করে। এছাড়া পাবনা জেলার ভাঙ্গুড়ায় লকডাউন না দেওয়ার জন্য কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে সেখানকার ব্যবসায়ীরা।

রবিবার দুপুরে নিউমার্কেটের সামনে থেকে ব্যবসায়ীরা সড়কে মিছিল করে রাস্তা অবরোধ করে। এ সময় রাস্তায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। ব্যবসায়ীরা তাদের এক দফা দাবি জানান, তারা লকডাইউন চান না এবং অবিলম্বে লকডাউন প্রত্যাহার করতে হবে।

এদিকে, পাবনার ভাঙ্গুড়া উপজেলার ক্ষুদ্র ও সাধারণ ব্যবসায়ীরা লকডাউন গুঞ্জনের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ জানাতে শুরু করেছেন। তারা দ্রুত এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সরকারকে অনুরোধ জানান।

ভাঙ্গুড়া বাজার দোকান মালিক ও বণিক সমিতির সভাপতি অধ্যক্ষ শহীদুজ্জামান বলেন, ‘গেল বছর ঈদের আগে লকডাউন দেওয়ায় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়ে যায়। ব্যবসায়ীরা তাদের জীবিকার প্রয়োজনে উপজেলা পর্যায়ে লকডাউন না দিতে দাবি জানিয়েছে। তাই এবছর পুনরায় ঈদের আগে লকডাউনের ঘোষণায় গভীর সংকটে পড়েছে তারা। তাই আশা করি, মানবিক দৃষ্টিকোণ থেকে সরকারের সর্বোচ্চ মহল বিষয়টি দেখবেন।’

ভাঙ্গুড়া বাজারের বস্ত্রহাট গার্মেন্টের মালিক, আব্দুল মতিন লকডাউনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তার ফেসবুকে একটি লেখা পোস্ট করেছেন। এই পোস্টে তিনি সকল ব্যবসায়ী সংগঠনকে লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ করার দাবি জানান। এছাড়া প্রয়োজনে সবাই মিলে মাঠে নামার কথা বলেন।

এর আগে শনিবার রোজা ও ঈদ সামনে রেখে লকডাউনের এক সপ্তাহ ৪ ঘণ্টার জন্য দোকান খোলা রাখার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল থেকে লকডাউন দিয়েছে সরকার। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলতে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়