কাল বিজিএমইএ’র নির্বাচন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

বিজিএমইএ’র নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার
ঢাকা (০৩ এপ্রিল): করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণময় পরিস্থিতির মধ্যেই রবিবার তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংগঠনটির দুই হাজারের বেশি সদস্য নতুনভাবে তাদের পছন্দের নেতৃত্ব বেছে নিতে এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। ঢাকায় হোটেল র্যাডিসন ব্লু ও চট্টগ্রামে বিজিএমইএ-এর নিজস্ব আঞ্চলিক অফিসে এই ভোট নেওয়া হবে।
দ্বিবার্ষিক এ নির্বাচনে ‘সম্মিলত পরিষদ’ ও ‘ফোরাম প্যানেল’ নামের দুই প্যানেল থেকে ৩৫ পরিচালক পদে প্রার্থী হয়েছেন ৭০ জন। এবার প্যানেল দুটিতেই বেশ কয়েকজন তরুণ প্রার্থীও রয়েছেন।
এদিকে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়াতে ভোটের সময়েও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী তিন ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। অর্থাৎ, রবিবার সকাল ৯টা থেকে ৭টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ঢাকা অঞ্চলে ১ হাজার ৮৫৩ ও চট্টগ্রাম অঞ্চলে ৪৬১ পোশাক কারখানা মালিক ভোট প্রদান করবেন।