চট্টগ্রামে সুপারমল ’বালি আর্কেড’র যাত্রা শুরু
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: ‘বালি আর্কেড’ সুপার মলের উদ্বোধন করেন শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোলায়মান আলম শেঠ
চট্টগ্রাম (০৩ এপ্রিল): চট্টগ্রামে যাত্রা শুরু করেছে সবচেয়ে বড় সুপারমল ‘বালি আর্কেড’। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে সর্ব সাধারণের এটি খুলে দেওয়া হয়।
সুপার মলের উদ্বোধন করেন শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোলায়মান আলম শেঠ। এ সময় উপস্থিত ছিলেন শেঠ গ্রুপের সিইও ও পরিচালক মোঃ আফতাব আলম শেঠ, পরিচালক মোঃ নুরুল আলম শেঠ, পরিচালক (হিসাব) ওয়াহিদুল আলম শেঠ, মোঃ মাশহুর আলম শেঠ, মোঃ উজায়ের আলম শেঠ, সারিস্ত বিনতে নুর, উমায়ের আলম শেঠ, অপারেশন টুলু-উশ্-শামস্ এবং অভিনেত্রী জয়া আহসান।
শেঠ প্রপার্টিজ লিমিটিডের একটি সিগনেচার প্রকল্প হিসেবে বিশ্বমানের সুবিধা নিয়ে নান্দনিক শৈল্পিকতায় নির্মিত হয়েছে এ সুপারমল। ২টি বেইজম্যান্ট কার পার্কিংসহ মোট ১৪ তলার স্বয়ংসম্পূর্ণ বাণিজ্যিক কমপ্লেক্স হিসেবে বালি আর্কেড নির্মিত হয়েছে শহরের প্রাণকেন্দ্র চকবাজার সিরাজুদ্দৌলা সড়কে।
এ শপিংমলে ৩টি সিনেপ্লেক্স, ২টি ফুডকোট, কনভেনশন হলসহ মোট ২৬০টি শপ, শোরুম এবং ডিসপ্লে সেন্টার রয়েছে। বিশ্বমানের আর্কিটেকচারাল ডিজাইনে নির্মিত এই প্রকল্পে রয়েছে ৩০ হাজার স্কয়ার ফিটের দেশের অন্যতম বৃহৎ এমিউজমেন্ট পার্ক। এখানে রয়েছে চট্টগ্রামের প্রথম এবং সর্ববৃহৎ অভিজাত ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ডেস্টিনেশন ক্যাসাব্লাংকা'।
বিশ্বমানের সুপারমল বালি আর্কেডে আরও রয়েছে আন্তর্জাতিক মানের কুইজিন বেইস ফুডকোট, লেডিস জোন। পুরো শপিংমলেই ফ্রি ওয়াইফাই-এর আওতাভুক্ত। বিজ্ঞাপনসহ বিভিন্ন ভিডিও কনটেন্ট প্রদর্শনের শপিংমলে স্থাপন করা হয়েছে দুটি বিশাল জায়ান্ট সিনেস্ক্রিন।