লকডাউন: ব্যাংক নিয়ে সিদ্ধান্ত রবিবার
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: বাংলাদেশ ব্যাংক (ফাইল ফটো)
ঢাকা (০৩ এপ্রিল): দেশে পুনরায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার আগামী সোমবার থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউনে দেশের ব্যাংকগুলো খোলা থাকবে না বন্ধ থাকবে, নাকি লেনদেন সীমিতকরণ করা হবে অর্থাৎ কিভাবে চলবে সে বিষয়ে রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সিরাজুল ইসলাম বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে বরিবার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সিরাজুর ইসলাম জানান, সরকারের ঘোষণা অনুযায়ী সোমবার থেকে সারাদেশে লকডাউন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যাংকগুলো লকডাউনের সময় কোন নিয়মে চলবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা রবিবারের মধ্যে জানিয়ে দেব।
গেল বছর করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটি চলাকালীন দেশের তফসিলি ব্যাংকগুলো সীমিত আকাওে লেনদেন চালু রেখেছিল। ওই সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলত। আর ব্যাংক খোলা ছিল বিকেল ৩টা পর্যন্ত।
এর আগে গত ২৯ মার্চ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সরকার নতুন করে ১৮ দফা নির্দেশনা জারি করে। এর মধ্যে পাঁচটি নির্দেশনা যথাযথভাবে পালন করতে বুধবার (৩১ মার্চ) প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।