সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

স্রেডা ও বিজিএমইএ’এর মধ্যে সমঝোতা স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৩৩, ২ এপ্রিল ২০২১  
স্রেডা ও বিজিএমইএ’এর মধ্যে সমঝোতা স্বাক্ষর

নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার লক্ষ্যে স্রেডা ও বিজিএমইএ’এর মধ্যে সমঝোতা স্বাক্ষর

ঢাকা (০১ এপ্রিল): টেকসই ও নাবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এবং বাংলাদেশ গার্মেন্ট উৎপাদনকারী ও রপ্তানিকারক সংস্থা (বিজিএমইএ) জ্বালানি দক্ষতা ও নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটি এই স্মারকে স্বাক্ষর করে। 

সমঝোতা স্মারকে স্রেডার পক্ষে স্রেডার সচিব নিয়াজ রহমান ও বিজিএমইএ-এর পক্ষে প্রতিষ্ঠানটির সচিব কমোডোর মোহাম্মদ আব্দুর রাজ্জাক (অবসরপ্রাপ্ত) স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্ঠা ডক্টর তৌফিক-ই-ইলাহী বীরবিক্রম। তিনি এ সময় বলেন, ‘উন্নত দেশের অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় করতে পারলে আমাদের জ্বালানি খাত আরও সমৃদ্ধ হবে। জ্বালানি সাশ্রয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নেট মিটারিং সিস্টেম ব্যবসায়ীদের বিদ্যুৎ বিলে স্বস্তি দিবে।’

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার উৎসাহ দিচ্ছে। কৌশলগত পরিকল্পনা, আইন ও বিধি নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি ব্যবস্থা উন্নয়নে গুতুত্বপূর্ণ অবদান রাখছে। মোট জ্বালানির ৪৮ ভাগ শিল্পখাত ব্যবহার করে। আর এই জ্বালানির ৩০ ভাগ ব্যবহার করে টেক্সটাইল ও তৈরিপোশাক খাত। টেক্সটাইল ও তৈরিপোশাক খাত যদি উন্নত জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে তবে  ১৭.৬ ভাগ কম জ্বালানি লাগবে। সাশ্রয়টা বিশাল।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেনÑ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস, স্রেডার চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, বিজিএমইএ’এর সভাপতি ডক্টর রুবানা হক ও জিআইজেড-এর কান্টি ডিরেক্টর ডক্টর অ্যাঞ্জেলিকা ফ্লেডারম্যান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়