বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিএসএমএমইউকে আইসোলেশন ক্যানোপি দিয়েছে বেক্সিমকো ফার্মা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৩১, ৯ নভেম্বর ২০২০  
বিএসএমএমইউকে আইসোলেশন ক্যানোপি দিয়েছে বেক্সিমকো ফার্মা

ছবি: সংগৃহীত

ঢাকা (৯ নভেম্বর): বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) ‘নেগেটিভ প্রেসার আইসোলেশন ক্যানোপি’ দিয়েছে বেক্সিমকো ফার্মা। হাসপাতালের রোগী এবং চিকিৎসাসেবায় নিয়োজিত স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষায় সম্প্রতি এসব উপকরণ দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানীর নেতৃত্বে কয়েকটি প্রতিষ্ঠানের একটি গবেষণাদল দেশে এ প্রথম ‘আইসোলেশন ক্যানোপি’ তৈরি করে। বিএসএমএমইউ’র অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া ও নিবিড় পরিচর্যা মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক একেএম আখতারুজ্জামানের নেতৃত্বে একটি দল ক্যানোপির ক্লিনিক্যাল পর্যায়ে কাজ করেন। এর সঙ্গে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির প্রকৌশলীবৃন্দ এবং বিবেট লি. নামে একটি অলাভজনক কোম্পানিও এ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল।

এ বিষয়ে অধ্যাপক রব্বানী বলেন, কভিড-১৯ সংক্রামক প্রবণ ভাইরাস। ফলে হাসপাতালে থাকা অন্যান্য রোগী, চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীরা ঝুঁকির মধ্যে থাকেন। দেশীয়ভাবে উৎপাদিত নেগেটিভ প্রেসার আইসোলেশন ক্যানোপি রোগীদের বিশেষ করে হাসপাতালের আইসিইউতে যারা আছেন তাদের সংক্রমণে ঝুঁকি কমাতে কাজ করবে। এ বিষয়ে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা করার সময় চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীরা ঝুঁকির মধ্যে পড়ছেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে গবেষকদের এ উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়