সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি চাপে পড়বে না: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৫৮, ১ এপ্রিল ২০২১   আপডেট: ০১:৪৫, ১ এপ্রিল ২০২১
অর্থনীতি চাপে পড়বে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ঢাকা (৩১ মার্চ): করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে রাখা গেলে দেশে অর্থনীতি চাপে পড়বে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  তবে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে করোনার প্রভাব অতিমাত্রায় পড়লে তা আমাদের জন্যও কষ্টকর হবে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের যদি (করোনাভাইরাস) নিয়ন্ত্রণের মাঝে থাকে তাহলে কোনো সমস্যায় পড়ব বলে মনে করি না। তারপরও বিশ্ব অর্থনীতির আঙিনায় আমরা কিন্তু এলাইন, একে অপরের সাথে সম্পৃক্ত। আমাদের যারা বায়ারস তারা যদি অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের কষ্ট হবে।’

এ সময় তিনি গণমাধ্যমকে আরও বলেন, ‘প্রত্যেক দেশে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিনটা প্রতিটি দেশে সমানতালে দেওয়া শেষ হলে আমরা মনে করি করোনার প্রভাবটাও কমে আসবে। এটাই এখন সারাবিশ্ব প্রত্যাশা করে আছে।’

দেশের আভ্যন্তরীণ বাজার আগামীতে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আছে কিনা জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘কী পরিমাণ ক্ষতি হচ্ছে এবং কী পরিমাণ ক্ষতি হবে সেটার উপর নির্ভর করবে। এটি শুধু আমাদের বিষয় না, আন্তর্জাতিক মহল যদি বিপদে না পড়ে তাহলে আমরাও বিপদে পড়ব না। আমরা বিপদটা কাটিয়ে উঠতে পারব আশা করি।’

ভারত করোনাভাইরাসের টিকা রপ্তানি স্থগিত করায় দ্বিতীয় ডোজ টিকা নিয়ে আশংকা আছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এ ধরনের কোনো উৎকণ্ঠার কথা স্বাস্থ্যমন্ত্রী বলেননি। ভ্যাকসিন না পাওয়ার কোনো কারণ নেই, আমরা পাব।’

গণ-টিকাদান শুরু হওয়ায় দক্ষিণ এশিয়ার অর্থনীতির ঘুরে দাঁড়ানোর চেষ্টা আগামী এক বছরে আরও জোর পাবে বলে ধারণা করছে বিশ্ব ব্যাংক; আর এর ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতির জন্য আগের পূর্বাভাসের চেয়ে ভালো প্রবৃদ্ধির প্রাক্কলন করেছে।

করোনা মহামারীর একটি বছর পেরিয়ে চলতি বছরের শুরুটা কিছুটা স্বস্তি দেখা দিলেও এখন ফের দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গত এক সপ্তাহে দেশে মোট ২৮ হাজার ৬৯৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা মহামারী শুারুর পর থেকে সাত দিনে শনাক্ত রোগীর সর্বোচ্চ সংখ্যা।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়