বুধবার

০৫ নভেম্বর ২০২৫


২১ কার্তিক ১৪৩২,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

উৎপাদনে ফিরেছে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২৪  
উৎপাদনে ফিরেছে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: উৎপাদনে ফিরেছে শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানা। যদিও এখনো খোলেনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত ১৯টি কারখানা। এই নিয়ে চলমান সংকটে বন্ধ রয়েছে ১৮৪টি কারখানা। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে, ১৮৬৩টি তৈরি পোশাক কারখানার মধ্যে ১৬৭৯টি কারখানা খুলেছে। শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথবাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্মড পুলিশ, শিল্প পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা। শিল্প প্রতিষ্ঠানের সুরক্ষায় বিভিন্ন কারখানার সামনে মোতায়েন রয়েছে সেনাবাহিনীর সাঁজোয়া যান, র‌্যাব, পুলিশের রায়ট কার ও জলকামান।

পাশাপাশি শিল্পাঞ্চলে অস্থিতিশীলতার নেপথ্যে ইন্ধনদাতাদের বিষয়েও বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্স।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, শ্রম আইনের ১৩ এর ১ ধারায় যেসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সেসব কারখানার শ্রমিকেরা কোন বেতন পাবে না।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়