শুক্রবার

০৪ অক্টোবর ২০২৪


১৯ আশ্বিন ১৪৩১,

৩০ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ-ভারত সম্পর্ক আগের মতোই চলমান থাকবে: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৩৮, ১০ সেপ্টেম্বর ২০২৪  
বাংলাদেশ-ভারত সম্পর্ক আগের মতোই চলমান থাকবে: উপদেষ্টা

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অন্তত জোরালো মন্তব্য করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দুই দেশের সম্পর্ক আগের মতোই চলমান থাকবে। আজ মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, ভারতের সাথে কোনো কাজ থেমে নেই। ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অন্তত জোরালো। বাংলাদেশ বিনিয়োগের বড় ক্ষেত্র। সামনের দিনে বিজ্ঞান প্রযুক্তিসহ আরো বড় প্রকল্পে কাজ করতে তারা (ভারত) আগ্রহ দেখিয়েছে।

এ সময় ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় বিভিন্ন চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ৭৩৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার ঋণ দেয়ার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি। 

সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারত থেকে তিনবার এলওসি র মাধ্যমে ৭৩৬ কোটি ডলার ঋণ পাওয়ার কথা ছিলো। এর মধ্যে ১৮০ কোটি ডলার পাওয়া গেছে।

'বাকিটাও বিভিন্ন প্রকল্পের জন্য ছাড় করবে ভারত। দুই দেশের সুসম্পর্ক আগের মতোই চলমান থাকবে,' যোগ করেন তিনি।

এদিকে ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। 

সাংবাদিকদের তিনি বলেন, বিজ্ঞান প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে।

তিনি বলেন, আগের মতই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত। লোনের  যে অর্থ ছাড় ছিলো, সেটি চলমান থাকবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়