সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বাজারে ফগ-এর নতুন বডি-স্প্রে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:১০, ২৮ মার্চ ২০২১  
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বাজারে ফগ-এর নতুন বডি-স্প্রে

লেকশোর হোটেলে আয়োজিত ফগ-এর নতুন বডি-স্প্রে লঞ্চিং

ঢাকা (মার্চ ২৮): স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নতুন দুইটি স্পেশাল এডিশনের বডি স্প্রে বাজারে লঞ্চ করেছে ফগ এর প্রস্তুতকারক ভিনি কসমেটিকস (বিডি) লিমিটেড। নতুন এই দুইটি বডি-স্প্রের নাম ‘ব্রেইভ’ এবং ‘কারেজ’।

গত বৃহস্পতিবার ঢাকার লেকশোর হোটেলে আয়োজন করা হয় নতুন এই স্পেশাল এডিশনের বডি স্প্রে গুলোর লঞ্চিং প্রোগ্রাম। একই সাথে প্রি-অর্ডার বিতরনের জন্য এই অনুষ্ঠানে যুক্ত হয় বাংলাদেশের বৃহত্তম ই-কমার্স বিজনেস প্রতিষ্ঠান ইভ্যালি।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিনি কসমেটিকস (বিডি) লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জনাব আহসান খন্দকার বলেন, স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে ফগ-এর নতুন দুইটি বডি-স্প্রের মোড়ক উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত। এগুলো বিশ্বের সেরা সুগন্ধি প্রস্তুতকারকদের দ্বারা খুব উচ্চমানের সুগন্ধি তেল থেকে তৈরী করা হয়েছে।

সাহসী বাঙালি জাতির উদ্দেশ্যে ভিনি পরিবার স্পেশাল এডিশনের এই দুইটি বডি-স্প্রে উৎসর্গ করা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে যুক্ত হওয়া ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল বলেন, ফগ-এর সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক অনেক সমৃদ্ধশালী। সম্প্রতি আমরা ১৫০০০ এরও বেশী ফগ সুগন্ধি সরবরাহ করার মাইলফলক উদযাপন করেছি। আশা করি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শ্রদ্ধা নিবেদনে ফগ-এর নতুন বডি-স্প্রে দুটি গ্রাহকদের মন জয় করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভিনি কসমেটিকস (বিডি) লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ আশরাফুজ্জামান, মার্কেটিং ম্যানেজার এস.কে. রাকিবুল ইসলাম, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং হেড অফ কমার্শিয়াল সাজ্জাদ আলম।

ফগ- এর নতুন বডি-স্প্রে ‘ব্রেইভ’ এবং ‘কারেজ’ স্পেশাল এডিশন ইভ্যালি থেকে প্রি-অর্ডারের মাধ্যমে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরেই প্রসিদ্ধ ব্র্যান্ড ফগ এর পাশাপাশি অন্যান্য জনপ্রিয় কসমেটিকসও বাজারজাত করে আসছে ভিনি কসমেটিকস (বিডি) লিমিটেড।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়