কচুয়ায় ইউনিয়ন ব্যাংকের সাব-শাখা উদ্বোধন
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
কচুয়ায় ইউনিয়ন ব্যাংকের সাব-শাখার উদ্বোধন। ছবি:সংগৃহীত
ঢাকা (২৫ মার্চ): ইউনিয়ন ব্যাংক লিমিটেড চাঁদপুরের কচুয়ায় উপ শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। সম্প্রতি ব্যাংকের সদর দফতর থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, এবং এসইভিপি শাহ মোঃ মাহতুবউদ্দিন আল মামুন।
এছাড়াও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ চাঁদপুরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল।






















