রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রামের কালা ভুনা এখন বেঙ্গল মিটে 

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৩৬, ২৬ মার্চ ২০২১  
চট্টগ্রামের কালা ভুনা এখন বেঙ্গল মিটে 

’গরুর মাংস কালা ভূনা’ উদ্বোধন করেন মডেল ও উপস্থাপিকা শারমিন লাকী

ঢাকা (২৫ মার্চ): চট্টগ্রামের ‘গরুর মাংস কালা ভুনা’ এখন থেকে পাওয়া যাবে বেঙ্গল মিটে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেঙ্গল মিট।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খ্যাতিমান মডেল এবং উপস্থাপক শারমিন লাকি আনুষ্ঠানিক ভাবে বেঙ্গল মিটে সংযোজিত নতুন এ পণ্যের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল মিটের হেড অব রিটেল আসাদুজ্জামান খান এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান আসনা হক। 

ঝামেলাবিহীন, সুস্বাদু এবং 'হিট এন্ড ইট' এ খাবারটি বেঙ্গল মিটের আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়