বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রণোদনা প্যাকেজে ঋণ পায়নি ৭২ ভাগ প্রতিষ্ঠান: সানেম

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৫৬, ৮ নভেম্বর ২০২০  
প্রণোদনা প্যাকেজে ঋণ পায়নি ৭২ ভাগ প্রতিষ্ঠান: সানেম

ছবি: সংগৃহীত

ঢাকা (৭ নভেম্বর): সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজে কোন ঋণ এখনো দেশের ৭২ ভাগ প্রতিষ্ঠান এখনো পায়নি। শনিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

সানেম ৫০২টি (২৫২টি কারখানা এবং ২৫০টি সেবাদানকারী) প্রতিষ্ঠানের মাঝে জড়িপ পরিচলনা করে এ তথ্য প্রকাশ করেছে। সানেমের তিন মাস অন্তর পরিচালিত এ জড়িপের দ্বিতীয় রাউন্ড অক্টোবরে পরিচালনা করা হয়। প্রথম রাউন্ডের প্রাপ্ত তথ্য আগস্ট মাসে প্রকাশ করা হয়েছিল।    

শনিবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ব্যবসায়ী সম্প্রদায় যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটা কোন ধরণের উন্নতি হয়নি। এসব চ্যালেঞ্জের মধ্যে শিল্পখাতে উপযুক্ত প্যাকেজের স্বল্পতা, প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, ব্যাংক সংক্রান্ত সেবায় জটিলতা এবং তথ্য পেতে নানা সমস্যা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।  

রিপোর্টে দেখা যাচ্ছে জড়িপে অংশগ্রহনকারী ৭১ ভাগ প্রতিষ্ঠান মনে করে অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ সঠিক পথে রয়েছে। এ পুনরুদ্ধারকে এদের মধ্যে ৪ ভাগ বেশ জোড়ালো, ৪১ ভাগ মাঝারি এবং ২৬ ভাগ বেশ দুর্বল মনে করে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়