রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

লতিফ সিকিউরিটেজের চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া আর নেই

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:০৮, ১৮ মার্চ ২০২১   আপডেট: ২০:০৭, ১৮ মার্চ ২০২১
লতিফ সিকিউরিটেজের চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া আর নেই

ছবি: আব্দুল লতিফ মিয়া

ঢাকা (১৭ মার্চ): লতিফ সিকিউরিটেজের চেয়ারম্যান ও বাংলাদেশ জামদানি অ্যাসেসিয়েশনের সাবেক মহাসচিব আলহাজ আব্দুল লতিফ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন্না ইলাহি রাজিউন)। বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় মালয়েশিয়ার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমানের পিতা আব্দুল লতিফ মিয়া মালয়েশিয়ার কেপিজে আমপাং পুতেরি বিশেষায়িত হাসপাতালে প্রায় দুই মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

মালয়েশিয়া থেকে দ্রুততম সময়ে তার মরদেহ দেশে আনা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে। মরদেহ দেশে আনার সময় নির্ধারণ হলে জানাজা, দাফনের সময় ও স্থান জানানো হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।  
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়