রোববার

১৬ নভেম্বর ২০২৫


২ অগ্রাহায়ণ ১৪৩২,

২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন মাহবুবুল আলম

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৫৫, ৪ মার্চ ২০২৪  
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন মাহবুবুল আলম

সংগৃহিত

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সাবেক মহাব্যবস্থাপক) হিসেবে পদোন্নতি পেয়েছেন বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের অতিরিক্ত পরিচালক মাহবুবুল আলম। শুক্রবার (০১ মার্চ) পদোন্নতি দিয়ে তাকে প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

মাহবুবুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। কর্মজীবনে তিনি এফআইসিএসডি, বিএফআইইউ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগে কাজ করেছেন। ট্রেড বেজড মানি লন্ডারিং ও হুন্ডি সংক্রান্ত অপরাধসহ আর্থিক খাতের জাল-জালিয়াতি বিষয়ক তদারকিতে দক্ষ কর্মকর্তা হিসেবে তার পরিচিতি রয়েছে। তার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়