রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

রপ্তানিতে নীতি সহায়তার সময় আরও ৩ মাস বাড়ল

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:২১, ১৪ মার্চ ২০২১   আপডেট: ০১:২৬, ১৫ মার্চ ২০২১
রপ্তানিতে নীতি সহায়তার সময় আরও ৩ মাস বাড়ল

বাংলাদেশ ব্যাংক (ফাইল ফটো)

ঢাকা (১৪ মার্চ): মহামারী করোনার কারণে রপ্তানি খাতে নীতি সহায়তার সময় আরও ৩ মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। 

এর ফলে রপ্তানিকারকরা আগামী জুন পর্যন্ত নীতি সহায়তা পাবেন। নীতি সহায়তার অংশ হিসেবে রপ্তানি মূল্য প্রত্যাবাসন সময় ২১০ দিন পর্যন্ত রাখা হয়েছে।

রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রযোজ্য সুদ হারে ব্যাক টু ব্যাক ঋণপত্রের সময়সীমা অতিরিক্ত ১৮০ দিন বৃদ্ধি করার সুযোগ থাকছে। রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণের অতিরিক্ত সময় ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন পর্যন্ত বৃদ্ধি করা যাবে। 

এছাড়া সাপ্লাইয়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় স্থাপিত ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধের নিমিত্তে ইডিএফ থেকে ১৮০ দিন সময়ের জন্য অর্থায়ন সুবিধা গ্রহণ করা যাবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়