রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক টাউন হল সম্মেলন ২০২১ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১৩, ১৪ মার্চ ২০২১   আপডেট: ২০:১৪, ১৪ মার্চ ২০২১
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক টাউন হল সম্মেলন ২০২১ অনুষ্ঠিত

ছবি: লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক টাউন হল সম্মেলন ২০২১

ঢাকা(মার্চ ১৪): চলতি বছরের বার্ষিক ব্যবসায়িক কার্যক্রম এবং বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যত কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় নিয়ে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক টাউন হল ২০২১ মিটিং সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সফল কর্মীদের কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননাও প্রদান করা হয়।

রবিবার ঢাকার লেকশোর হোটেলে আয়োজন করা হয় এই সনামধন্য এই আর্থিক প্রতিষ্ঠানটির টাউন হল মিটিং ২০২১। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ এ. মঈন অনলাইন সেবার মাধ্যমে অনুষ্ঠানে যোগদান করেন।

সম্মেলনে প্রতিষ্ঠানটির চলতি বছরের ব্যবসায়িক কার্যক্রম কেমন হবে ও ভবিষ্যত প্রবৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ নেয়া হবে, সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের সফল কর্মীদের বিভিন্ন ক্ষেত্রে কাজের প্রণোদনা স্বরূপ সম্মাননা সূচক প্রদান করা হয়।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ার এবং লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়