Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
সেপ্টেম্বরের রেমিট্যান্স ৪০ মাসের মধ্যে সর্বনিম্ন

শুক্রবার

০৯ মে ২০২৫


২৬ বৈশাখ ১৪৩২,

১১ জ্বিলকদ ১৪৪৬

সেপ্টেম্বরের রেমিট্যান্স ৪০ মাসের মধ্যে সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০০, ১ অক্টোবর ২০২৩  
সেপ্টেম্বরের রেমিট্যান্স ৪০ মাসের মধ্যে সর্বনিম্ন

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্সে বড় ধরণের ধস নেমেছে। সদ্য সমাপ্ত মাসে প্রবাসী বাংলাদেশীরা বৈধ পথে ও ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পঠিয়েছেন মাত্র ১৩৪ কোটি ডলারের সমপরিমান বৈদেশিক মুদ্রা। দেশের প্রবাসী আয়ের এ অংক গত ৪০ মাসের সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে ১০৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

খাত সংশ্লিষ্টরা জানান, ব্যাংকিং চ্যালেনের চেয়ে খোলা বাজারে যখন ডলারের দামের ব্যবধান বেশে হয় তখন হুন্ডি বেড়ে যায়। আর যখন হুন্ডির চাহিদা বাড়ে তখন রেমিট্যান্স কমে যায়। গত মাসে ব্যাংকের চেয়ে খোলা বাজারে ডলারের দাম ৬ থেকে ৭ টাকা বেশি ছিল। তাই বেশি লাভের আশায় বৈধ পথে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, সদ্যবিদায়ী সেপ্টেম্বরে মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স। এ অংক আগের বছরের সেপ্টেম্বরের তুলনায় ১৯ কোটি ৫৯ লাখ বা ১২ দশমিক ৭২ শতাংশ কম। গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়