Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মাটির নিচ দিয়ে তার: ঢাকা-চট্টগ্রামে ৫ বছর লাগবে

শুক্রবার

০৯ মে ২০২৫


২৬ বৈশাখ ১৪৩২,

১১ জ্বিলকদ ১৪৪৬

মাটির নিচ দিয়ে তার: ঢাকা-চট্টগ্রামে ৫ বছর লাগবে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০২৩  
মাটির নিচ দিয়ে তার: ঢাকা-চট্টগ্রামে ৫ বছর লাগবে

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে বৈদ্যুতিক তার মাটির নিচ দিয়ে স্থাপন করার কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

আজ বৃহস্পতিবার(২৮শে সেপ্টেম্বর) সকালে, ধানমন্ডি এলাকায় ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা জানান প্রতিমন্ত্রী। 

এরইমধ্যে ঢাকার ধানমন্ডি এলাকার ৩৪টি সড়কের বিদ্যুৎ বিতরণ লাইন মাটির নিচে প্রতিস্থাপন করা হয়েছে। এই এলাকার বর্তমান বিদ্যুৎ চাহিদা প্রায় ৩০ মেগাওয়াট বলে জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, ক্রমান্বয়ে এই ব্যবস্থা আরও বেশ কয়েকটি জেলায় নিয়ে যাওয়া হবে। এতে করে বিদ্যুতের অপচয় ও চুরি যেমন ঠেকানো যাবে, তেমনি গ্রাহক নিরবিচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ পাবে। চীনের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ডিপিডিসি।

বিদ্যুতের তার ভূগর্ভস্থ করা বিষয়ক ডিপিডিসির প্রকল্প অনুমোদন পায় ২০২০ সালে। প্রকল্পের মেয়াদ ছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে স্থবির হয়ে যায় কাজ। পরে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে বাস্তবায়নের সময় ধরা হয়েছে ২০২৭ সাল পর্যন্ত। ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৬০০ কোটি টাকা। চীন সরকারের সঙ্গে জিটুজি পদ্ধতিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাইলটিংয়ে সফলতা মিললে বড় পরিসরে কাজ করবে সরকার।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়