মঙ্গলবার

০৪ নভেম্বর ২০২৫


২০ কার্তিক ১৪৩২,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট চলছে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৫৯, ২০ অক্টোবর ২০২০   আপডেট: ০১:৪৫, ২২ অক্টোবর ২০২০
অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট চলছে

ছবি: ফাইল ফটো

ঢাকা(২০ অক্টোবর) দেশের সকল নৌপথে চাঁদাবাজি বন্ধ, নৌ-শ্রমিকদের খাদ্য ভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে  সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা।

এর আগে গত শনিবার মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের ঘোষণা দেন। বক্তারা বলেন, করোনা মহামারির মধ্যে নৌযান শ্রমিকরা কাজ করেছেন। কিন্তু চার মাস হয়ে গেলেও খাদ্যভাতা দেওয়া হয়নি। 

১১ দফা দাবি না মানার কারণে ১৯ অক্টোবর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ভারতগামী নৌযানসহ বালুবাহী,  তেলবাহীসহ সব ধরনের পণ্যবাহী নৌযানে লাগাতার কর্মবিরতি পালন করছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। 

শ্রমিকদের ১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে ভারতগামী নৌযানে শ্রমিকদের ল্যান্ডিং পাসের ব্যবস্থা করা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গঠন করা, মৃত্যুকালীন ভাতা ১০ লাখ টাকা নির্ধারণ ও নৌযান শ্রমিকদের বিরুদ্ধে  ফৌজদারি মামলা বন্ধ করা।

ধর্মঘট প্রসঙ্গে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া বলেন, ২০১৮ সালে প্রথম  এই ১১ দফা উত্থাপন করা হয়। এরপর নৌযান শ্রমিকেরা গত বছর তিনবার এই দাবিতে কর্মবিরতি পালন করেছেন। প্রতিবারই সরকার ও মালিকপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। শ্রমিকরা বারবার আন্দোলনে নেমেছেন, কিন্তু প্রতিশ্রুতি ছাড়া কিছুই জোটেনি। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়