শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৯ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মিনিস্টার গ্রুপের নতুন টিভিসি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪৪, ৩ মার্চ ২০২১  
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মিনিস্টার গ্রুপের নতুন টিভিসি

ছবি: মিনিস্টার গ্রুপ

ঢাকা (০২ মার্চ): বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পদার্পণকে সামনে রেখে নতুন টিভিসি সম্প্রচার করবে মিনিস্টার গ্রুপ। এ উপলক্ষে সম্প্রতি প্রতিষ্ঠানের প্রধান এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এ সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বিশ্বসেরা অলরাউন্ডার, জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআই’র পরিচালক এম এ রাজ্জাক খান রাজ, টিভিসির নির্মাতা হাসান মোর্শেদ, মিনিস্টার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম শাহরিয়ার কবীর, সিএফও ফখরুল ইসলাম এফসিএ, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মাদ শাহ আলম, ডিরেক্টর, জিএমসহ সব বিভাগের প্রধান এবং গণমাধ্যমকর্মী।

মিনিস্টার গ্রুপের নতুন টিভিসিতে সাকিবকে দেখা যাবে একইবারে নতুন রূপে। এর পাশাপাশি মিনিস্টার গ্রুপের আগামি দিনের লক্ষ্যকেও তুলে ধরা হয়েছে টিভিসিটিতে। টিভিসি’টি মিনিস্টারের অন্যতম পণ্য এসি’র উপর নির্মিত।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়