শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আইসিএমএবি সেরা কর্পোরেট পুরস্কার জিতেছে ব্র্যাক ব্যাংক 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২১
আইসিএমএবি সেরা কর্পোরেট পুরস্কার জিতেছে ব্র্যাক ব্যাংক 

ছবি: ব্র্যাক ব্যাংক লিমিটেড

ঢাকা (২৭ফেব্রুয়ারি): ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (আইসিএমএবি) আয়োজিত বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৯ জিতেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড (বিবিএল)। অনুষ্ঠানে বেসরকারী বাণিজ্যিক ব্যাংক বিভাগে গোল্ড (প্রথম) পুরষ্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা, বিবিএল পরপর তিন বছর এই সম্মানজনক পুরষ্কার অর্জন করেছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, এমপি বিবিএল-এর ফিন্যান্সিয়াল কন্ট্রোলার আবদুল ওহাব মিয়ার হাতে এই পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাণিজ্য সচিব ডঃ মোঃ জাফর উদ্দিন এবং সাউথ এশিয়া ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস-এর সভাপতি একেএম দেলোয়ার হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ।

১৫ টি বিভাগ প্রায় শতাধিক প্রতিযোগীর মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডঃ আতিউর রহমান, বুয়েট ভিসি ড. সত্য প্রসাদ মজুমদার, এবং সাবেক ব্যাংকার আনিস এ. খান এর সমন্বয়ে গড়া ‘আইসিএমএবি সেরা কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৯’-এর জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচিত করেন।

কর্পোরেট প্রতিষ্ঠানের অবদানকে স্বীকৃতি দিতে এবং আরও প্রতিযোগিতামূলক কর্পোরেট সুশাসন নিশ্চিত করতে ২০০৭ সালে বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড চালু করা হয়।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়