বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

লভ্যাংশ না দিলে শেয়ার বাজারে প্রভাব পড়বে না : রবি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৪৮, ১৬ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০০:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২১
লভ্যাংশ না দিলে শেয়ার বাজারে প্রভাব পড়বে না : রবি

ফাইল ফটো

ঢাকা (১৬ ফেব্রুয়ারি): রবির নীট লাভের পরিমাণ আটগুন বৃদ্ধি পেলেও লভ্যাংশ না দেওয়ার ঘোষণা শেয়ার বাজারে কোন প্রভাব ফেলবে না। তাই গত বছরের শেয়ারে লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দীন আহমেদ।

২০২০ সালে রবির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ৩৩ টাকা। এক বছর আগে এর পরিমাণ ছিল দশমিক ০৪ টাকা।

রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দীন আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, রবি যদি আয়ের পুরোটাই লভ্যাংশ হিসেবে দিয়ে দেয়, তাহলে সেটার পরিমান দাঁড়াবে মাত্র দশমিক ৩৩ টাকা বা ১০ টাকার শেয়ারের মাত্র ৩ দশমিক ৩ শতাংশ।  

তিনি বলেন, আমাদের স্পন্সরদের ইচ্ছে ছিল লভ্যাংশ ঘোষণা করার। কিন্তু আমরা মনে করেছি এ লভ্যাংশ বিনিয়োগকারী বা শেয়ার বাজারে উল্লেখযোগ্য কোন প্রভাব ফেলবে না।

তিনি বলেন, কোম্পানি চাইছে এ লভ্যাংশ পুনবিনিয়োগ করে আগামি বছর যাতে আরও  ভাল লভ্যাংশ নিশ্চিত করা যায়। 

মাহতাব উদ্দীন আহমেদ আরো বলেন, লভ্যাংশ ঘোষণার বিষয়ে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন যে উদ্বেগ প্রকাশ করেছে তাতে আমাদের দ্বিমত নেই। বিষয়টি নিয়ে আমরা আমাদের পর্ষদের সঙ্গে আলোচনা করবো।

মোবাইল ফোন অপারেটর রবি গেল বছরে ১৬০ কোটি টাকা লাভ করেছে। এর আগের বছর এ লাভের পরিমাণ ছিল ২০ কোটি টাকা। ২০২০ সালের ২৪ ডিসেম্বর রবি শেয়ার বাজারে যুক্ত হয়।

ফোরজি নেটওয়ার্কের আওতা বাড়ানোর লক্ষ্যে রবি প্রতি শেয়ার ১০ টাকা করে ৫২৩ কোটি ৮০ লাখ টাকা উত্তোলন করতে ৫২ কোটি ৩৮ লাখ শেয়ার বাজারে ছাড়ে। এ শেয়ারের পরিমাণ তাদের মোট শেয়ারের প্রায় ১০ শতাংশ।

রবির ৬১ দশমিক ৮২ শতাংশ শেয়ারের মালিকানায় রয়েছে মালয়শিয়ার আজিয়াটা গ্রুপ, ২৮ দশমিক ১৮ শতাংশের মালিকানা ভারতের ভারতী এয়ারটেলের। আর বাকী ১০ শতাংশের মালিকনায় রয়েছে সাধারণ জনগণ। 

২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে শুল্ক বাদ দিয়ে রবির লাভের পরিমাণ ছিল ৫৮ কোটি ৪০ লাখ টাকা। ৩৩ শতাংশ কমে ২০২০ সালে তৃতীয় প্রান্তিকে নেমে দাঁড়ায় ৩৮ কোটি ৯০ লাখ টাকায়।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়