বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

লভ্যাংশ না দেওয়ার ব্যাখ্যা জানতে রবি’র কর্মকর্তাদের তলব

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০০:০১, ১৮ ফেব্রুয়ারি ২০২১
লভ্যাংশ না দেওয়ার ব্যাখ্যা জানতে রবি’র কর্মকর্তাদের তলব

রবি আজিয়াটা

ঢাকা(১৬ ফেব্রুয়ারি): বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার ব্যাখ্যা জানতে রবি আজিয়াটা’র কর্মকর্তাদের তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির দপ্তরে তাদের ডাকা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। 

বিএসইসির এক কর্মকর্তা জানান, লভ্যাংশ না দেওয়া সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে রবির কর্মকর্তাদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বসবেন।

সোমবার কোম্পানির ওয়েবসাইটে রবি আজিয়াটার পরিচালনা পর্ষদ অনুমোদিত ২০২০ সালের আর্থিক বিবরণীর  যে সংক্ষিপ্তসার প্রকাশ করা হয়েছে, তাতে কোনো লভ্যাংশ প্রস্তাব হয়নি।কিন্তু রবি আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি ৭০০ শতাংশের বেশি মুনাফা করেছে। 

এদিকে, রবি আজিয়াটার চতুর্থ প্রান্তিকের আর্থিক বিবরণী নিয়ে মঙ্গলবার বেলা তিনটায়  সাংবাদিকদের সঙ্গে বসার কথা রয়েছে। 

রবির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে এ শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা, যা আগের বছর ছিল ৪ পয়সা। সে হিসেবে ইপিএস বেড়েছে ৭২৫ শতাংশ।

২১ মার্চ রবি আজিয়াটার সাধারণ সভায় আর্থিক বিবরণীর অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড  ডেট ঠিক হয়েছে ৮ মার্চ। অনুমোদন পেলে বিনিয়োগকারীরা কোনো লভ্যাংশ পাবেন না। সাধারণত পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত সাধারণ সভায় পাল্টায় না।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়