বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ইভ্যালির ‘ক্যাশব্যাক অফার’ বন্ধ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০২১  
ইভ্যালির ‘ক্যাশব্যাক অফার’ বন্ধ

ইনফোগ্রাফ: বিজনেসইনসাইডারবিডি

ঢাকা (১৫ ফেব্রুয়ারি): ইভ্যালির বিভিন্ন পণ্য বিক্রির ক্ষেত্রে ‘ক্যাশব্যাক অফার’ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। সোমবার রাজধানীতে এক শুনানিতে কমিশন ইভ্যালির বিরুদ্ধে এ নির্দেশনা জারি করে।

বিসিসি চেয়ারম্যান মফিজুল ইসলাম বিজনেসইনসাইডারবিডি কে বলেন, ইভ্যালির বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে ১৫০ শতাংশ (শর্তসাপেক্ষ) ক্যাশব্যাক অফার বন্ধ করে দেয়া হয়েছে।  

এ পদক্ষেপের ব্যাপারে জানতে চাইলে ইভ্যালির এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘আমরা বিসিসির নির্দেশ মোতাবেক কাজ করবো।’  

১০০ থেকে ১৫০ শতাংশ ক্যাশব্যাক অফারসহ ইভ্যালি ক্রেতাদের জন্য সব ধরনের লোভনীয় অফার দিয়ে আসছে। উদাহরণ হিসেবে বলা যায়, কোন ক্রেতা যদি ১০০ টাকার পণ্য কেনেন, তাহলে অনেক সময় একই পরিমাণ বা এর চেয়ে বেশিও টাকা ক্যাশ ব্যাক দেওয়া হয়। এরপর ক্রেতাকে ক্যাশ ব্যাকের ওই টাকার ৬০ শতাংশ ব্যবহার করে বাকী টাকা অব্যবহৃত রাখতে হয়। 

বিসিসি বিষয়টি তদন্ত করে দেখতে একটি কমিটি গঠন করেছে। এ কমিটি আগামি ১৫ মার্চের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদন জমা দেয়ার আগ পর্যন্ত কোম্পানির সব ধরনের ক্যাশব্যাক অফার বন্ধ থাকবে।

ইভ্যালি জয়েন্ট স্টক কোম্পানিতে ২০১৮ সালের ১৪ মে নিবন্ধিত হয়। কোম্পানিটির মূলধনের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়