বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

বিকাশ’র সিইও কামাল কাদীর সিএসআর অ্যাওয়ার্ড পেয়েছে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০০:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২১
বিকাশ’র সিইও কামাল কাদীর সিএসআর অ্যাওয়ার্ড পেয়েছে

ছবিঃ বিকাশ লিমিটেড

ঢাকা (১৪ ফেব্রুয়ারি):“বেস্ট ই-ক্যাশ/মানি অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড” পেয়েছেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কামাল কাদীর। কোভিড দুর্যোগকালীন সময়ে দেশের মানুষের কল্যাণে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে শনিবার রাজধানীর একটি স্থানীয় হোটেলে “গ্লোবাল বিজনেস সিএসআর অ্যাওয়ার্ড-২০২১” এ সম্মাননা পান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ডা. শাহজাহান মাহমুদ উপস্থিত ছিলেন।

করোনা চিকিৎসায় দেশের র্শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল এবং কেন্দ্রেীয় পুলিশ হাসপাতালে ৩০টি হাই-ফ্লো অক্সিজেন ভেন্টিলেটর দেয় বিকাশ। 

এছাড়া আলিবাবা ফাউন্ডশেন ও জ্যাক মা ফাউন্ডেশনের ৩৫০টি ভেন্টিলেটরসহ নয় লক্ষাধকি চিকিৎসা সামগ্রী বিকাশের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর তহবিল এবং সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

করোনাকালীন সময়ে দেশের মানুষের আর্থিক লেনদেন স্বাভাবিক রাখতে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করা সহ নানা সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচী গ্রহণ করেছে বিকাশ।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়