ইসলামী ব্যাংকের নতুন ডিএমডি আকিজ
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ফাইল ফটো
ডেস্ক রিপোর্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিযুক্ত হলেন পটিয়ার সন্তান মো. আকিজ উদ্দিন। বুধবার ব্যাংকটির এক নির্বাহী আদেশে তাকে এই দায়িত্ব দেওয়া হয় বলে একুশে পত্রিকাকে নিশ্চিত করেছে ব্যাংক সূত্র।
এর আগে আকিজ উদ্দিন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের (এসইভিপি) দায়িত্ব পালন করেছিলেন। তিনি ব্যাংকটির পরিচালক ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস।
আকিজ উদ্দিন এর আগে পেশাগত জ্ঞান, দক্ষতা ও সততার নিদর্শনসহ ২০টি সূচকের ওপর ভিত্তি করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলেন। আকিজ উদ্দিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। তিনি ১৯৮১ সালের ৪ মে জন্মগ্রহণ করেন।